Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২০

বর্তমান করোনায় অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রনালয় মহোদয়ের কৃষি প্রনোদণাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন


প্রকাশন তারিখ : 2020-08-20


গত ২০ আগষ্ট ২০২০ ইং কৃষি মন্ত্রনালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) কৃষি মন্ত্রনালয় মো. মাহবুবুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলে কৃষি প্রনোদণাসহ মাঠে চলমান বিভিন্ন কার্যক্রম দিনব্যাপী পরিদর্শন করেন। পরিদর্শনকালের শুরুতেই তিনি রংপুরের পীরগাছা উপজেলার পারিবারিক পুষ্টি বাগান কমিউনিটি বেজড আমন বীজতলা, বীজ উৎপাদনের জন্য সমকালীন চাষাবাদ, বীজ সংরক্ষণের জন্য ব্যবহৃত রাইচ কোকন এবং আপদকালীন আমন ধানের চারা ট্রে ও ভাসমান বীজতলায় উৎপাদিত চারা পরিদর্শন করেন।

করোনার এ সময়ে তিনি কৃষিজীবী ভাই ও বোনদের এ কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন করেন  এবং তাদের সব ধরনের সহযোগিতা করার জন্য আশস্ত করেন। এরপর তিনি নীলফামারীর ডিমলার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে কৃষি মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অন লাইন জুম মিটিং এর মাধ্যমে শোক সভায় অংশ গ্রহন করেন। পরে সেখানে তিনি কমিউনিটি বেজড, ট্রেতে উৎপাদিত চারা, ভাসমান বীজতলা এবং পারিবারিক সবজি বাগান পরিদর্শন করেন এবং কৃষিজীবীদের মাঝে ধানের চারা বিতরণ করেন। চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন যে, কৃষিই এদেশের মূল চালিকা শক্তি এবং আপনারই এ দেশের প্রাণ। তাই বর্তমার কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি মন্ত্রনালয় নিরলসভাবে কাজ যাচ্ছে। আগামী দিনে কৃষি মন্ত্রণালয় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এছাড়া তিনি এ করোনায় তারা যে পরিশ্রম করে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এ অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ যে, এ সময় প্রধান অতিথির সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপ সচিব কৃষি মন্ত্রনালয় মো. মনিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী এবং রংপুর ও নীলফামারীর উপপরিচালক যথাক্রমে কৃষিবিদ ড. মো. সরওয়ারুল হক এবং কৃষিবিদ মো. ওবায়দুর রহমান। আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, রংপুর অঞ্চল, রংপুর এর ড. মুহঃ রেজাউল ইসলাম। উপজেলা চেয়ারম্যান ডিমলা, অতিরিক্ত উপপরিচালকবৃন্দ, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও সংশ্লিষ্ট সকল উপসহকারী কৃষি অফিসার বৃন্দ পীরগাছা/ডিমলা। ডিমলায় চারা বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার জয়শ্রী রানী রায়।